নিয়ম
******
(১)
গাছের ছায়ায় ঘাসের উপর
বসে আছি আর ভাবছি
অন্তহীন চিন্তা স্রোত যেখানে খুশি নিয়ে যাক ।সংসার থেকে এক দুটো দিনের
ছুটিকে আর নিয়মে বাঁধতে চাই না।
বালিহাঁসের পাঁখায় মুক্তি লেখা আছে
নদীর জলে সাঁতার।আর ঐ
শাল মহুয়ার শাখায়,পাতায়
জীবনের অন্তহীন গান।
ক্ষীণ আয়ু মানুষ -আর কী চাইবো।
এতো ভালোবাসা ছড়িয়ে আছে
পৃথিবীর ধূলি মাটিতে!
বসে আছি আর ভাবছি
অন্তহীন চিন্তা স্রোত যেখানে খুশি নিয়ে যাক ।সংসার থেকে এক দুটো দিনের
ছুটিকে আর নিয়মে বাঁধতে চাই না।
বালিহাঁসের পাঁখায় মুক্তি লেখা আছে
নদীর জলে সাঁতার।আর ঐ
শাল মহুয়ার শাখায়,পাতায়
জীবনের অন্তহীন গান।
ক্ষীণ আয়ু মানুষ -আর কী চাইবো।
এতো ভালোবাসা ছড়িয়ে আছে
পৃথিবীর ধূলি মাটিতে!
(২)
ক্রমশ চশমা পরা লোকের সংখ্যা বাড়ছে
দৃষ্টিশক্তি কমতে কমতে একসময়
পৃথিবীর রূপ দেখার জন্য
কোনো মানুষের চোখ কী থাকবেনা।কিন্তু
এ নিয়ে আক্ষেপ করার সময় এখনও আসেনি।যাদের হৃদয় বিবর্ণ হয়ে
আর এক ধরনের অন্ধকার নিয়ে এসেছে মাটির উপর,তাদের সংখ্যা বাড়ছে
পোকাদের নিয়মে।সংসারে এত অনিয়মের
মধ্যে আশ্চর্য ভাবে এই নিয়ম কার্যকর!
দৃষ্টিশক্তি কমতে কমতে একসময়
পৃথিবীর রূপ দেখার জন্য
কোনো মানুষের চোখ কী থাকবেনা।কিন্তু
এ নিয়ে আক্ষেপ করার সময় এখনও আসেনি।যাদের হৃদয় বিবর্ণ হয়ে
আর এক ধরনের অন্ধকার নিয়ে এসেছে মাটির উপর,তাদের সংখ্যা বাড়ছে
পোকাদের নিয়মে।সংসারে এত অনিয়মের
মধ্যে আশ্চর্য ভাবে এই নিয়ম কার্যকর!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন