~~***রূ-প-ম***~~
পিয়ালী সাহা
সে বারের সেই পুজোতে আর ঠাকুর দেখা হয়নি,
দুটো চোখ এসে আড়াল করলো সব আড়ম্বর ......
বড্ড হিংসুটে যে , একার রাজত্বে একাই রাজা .....
দুটো চোখ এসে আড়াল করলো সব আড়ম্বর ......
বড্ড হিংসুটে যে , একার রাজত্বে একাই রাজা .....
তারপর ভাঙ্গলো রাজ-রাজত্ব
ভাঙ্গন আঁকড়ে
ভাঙ্গাচোরা হাড় চামড়া কুড়িয়ে উঠে দাঁড়ালাম
দেখি, যাঃ মেরুদণ্ডটাই তো জোড়া হয়নি
থাক ! বাকি রাস্তা না হয় কারো সাহায্যে.......
ভাঙ্গন আঁকড়ে
ভাঙ্গাচোরা হাড় চামড়া কুড়িয়ে উঠে দাঁড়ালাম
দেখি, যাঃ মেরুদণ্ডটাই তো জোড়া হয়নি
থাক ! বাকি রাস্তা না হয় কারো সাহায্যে.......
এখন দুটো ছোট্ট শক্ত হাত
ধরে থাকে
দেখি ঠাকুর
কিন্তু মুখ ?
আরো ...আরো অনেক গভীরে কাঠ খড়ের হাহাকার ....
ধরে থাকে
দেখি ঠাকুর
কিন্তু মুখ ?
আরো ...আরো অনেক গভীরে কাঠ খড়ের হাহাকার ....
সে হয়তো আজও দেখে
মুখ।রূপ।তুলির টান
মুখ।রূপ।তুলির টান
রূপম দেহি ! রূপম দেহি ! রূপম দেহি !.......মা ।
1 টি মন্তব্য:
ফাটাংফাটি
একটি মন্তব্য পোস্ট করুন