নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

তমালী বন্দ্যোপাধ্যায়




আগমনীর সুর
*************



শ্রাবণ শেষের ভোরে যখন শরৎ এলো-
শিউলি ফুলে সুবাস তখন কে ছড়ালো ?
নীল আকাশে মেঘের ভেলা কে ভাসালো ?
শিশির তখন মন ভেজালো ঘাসের কোলে।
মনপাখিরা ডানা মেলে সুদূর নীলে।
আগমনীর সুর খেলে যায় ঢাকের বোলে।
সোনা রোদের ছোঁয়া তখন কাশের বনে
"সর্বজয়া মা" এর ছোঁয়া সকলখানে।
আনন্দ আজ কে ছড়ালো সবার প্রাণে ?
বিশ্বজুড়ে হিংসার বিষ,ঝগড়াবিবাদ, রণধ্বনি ।
তারই মাঝে জুড়ায় এ মন শুনে তোমার পদধ্বনি।
তাই তো মা'গো দুখের মাঝেও গাইছি তোমার আগমনী।
মা গো, তুমি সব্বাইকে রেখো ভালো।
সবার মনে জ্বেলে দিও ভালোবাসার আলো।
শিক্ষা যেন দূর করে দেয় আঁধার রাতের কালো।
মা'গো তুমি সব্বাইকে রেখো ভালো।।

কোন মন্তব্য নেই: