বৃষ্টি-বাদল থেমে গেছে ,
বন্যার জল নেমে গেছে ,
আলোয় ভূবন ভেসে গেছে,
মা দুগ্গা এসে গেছে। ।
শরত্ ঋতু এসে গেছে,
হাওয়ায় মেঘ ভেসে গেছে,
বুলবুলিটা ডেকে গেছে,
মা দুগ্গা এসে গেছে ।
কাশের দোলায় মাঠ ভরেছে,
শিউলি তলায় ফুল ঝরেছে,
শিশির কণা ধরেছে ঘাসে,
মা দুগ্গা এসে গেছে ।
ঐ দেখ ভাই চাঁদ উঠেছে,
হিমেল হাওয়া গায় লেগেছে ,
আনন্দে আজ মন মেতেছে,
মা দুগ্গা এসে গেছে ।
নতুন জামা গায়ে পরেছে,
ঢ্যাম্ কুড়াকুড় ঢাক বেজেছে,
ধুনুচি হাতে খুব নেচেছে,
মা দুগ্গা এসে গেছে ।
নবমী নিশি ফুরিয়ে গেছে,
আনন্দ আজ জুড়িয়ে গেছে,
বিসর্জনের ঢাক বেজেছে,
মা দুগ্গা ভেসে গেছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন