নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

পাগলী তোদের



©জ্যোতির্ময় রায়



ঠিক কবে যেন মিশে গেছে চেনা অচেনা তোদের সাথে ,
ঠিক কবে যেন সুখ দুঃখ গুলো ভাগাভাগি করেছি হাত রেখে হাতে ।
সময়টা হঠাৎ কেমন করে যেন হয়ে গেল শেষ ,
"পাগলীরে তোদের কথা গুলো আজও বাজে কানে
মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে ডেকে ফেলি তোদের আনমনে ।
 পাগলামির সেই রাত্রি দিন গুলোর কই কাটছে না যে রেশ ।।


সারা শহর যখন থাকে ঘুম ঘুম চোখে
বন্ধু তুই আর আমি তখন মিশেছি খুনসুটিতে ।
আজও শহর ঘুমায় অনেক স্বপ্ন চোখে
আমি শুধু জেগে রই ,মুচকি হেসে ,হঠাৎ কাঁদি ,পরে যে মনে তোকে ।।



একসাথে পার্কে কিংবা শপিংমল
"ওই পাগলী চল রে ,পা চালিয়ে চল "
আজ চলতে চলতে চলে গেছিস অনেক দূরে ....
ইসস খুব ভালো হতো মিলেমিশে থাকার দিন গুলো যদি
আবার আসে ফিরে .!


হঠাৎ মাঝ রাতে  তোর ঘুম ভাঙিয়ে শুনাতাম মনের কথা ,
কারণ ছাড়াই একটুও অভিমান ,মাঝে মাঝে ঝগড়া অযথা ।


যেখানেই থাকিস ভালো থাকিস রে পাগলীরা ,
সময় সাথে সব বদলে যায় ,মনকে দেই সান্তনা ,
 তাছাড়া কি করবো বল ,পড়লে মনে তোদের কথা পায় যে কান্না ।।
এই ব্যস্ত শহরে ভালোবাসার ,ভালোলাগার ,সুখীগৃহকোণ ছিলাম যে আমরা ।।


     

কোন মন্তব্য নেই: