রাত বাড়ছে
©সুনিতা দাস
তোমার অজানিত আহ্বানে রুদ্ধ দুয়ার খুলে বেরিয়ে এলাম
হঠাৎ বসন্ত হাওয়ায় চমকে উঠলে তুমি
রাত বাড়ছে আজ চাঁদ খুলে দিলো
জ্যোৎস্নার খোপা
এলো চুলে কবে কার কথা ঝরে পড়ে
সিক্ত শিশিরে
হারাবে কি উজানের স্রোতে
শুধু ভেসে যাওয়া আর ঝড়ের গর্জনে
চিনে নেওয়া আকাশের পট
মেঘেদের মন খেলা ভাঙা খেলা
রাত বাড়ছে এখনতো জল
হু হু করে ডোবালো ঘাট সিঁড়ি
জল ভরে যায় নৌকার খোলে
মেপে মেপে রাত শেষ হোল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন