ক্ষিদে
-©দীপান্বিতা বোস
গাড়ী থেকে নেমে,
প্রেমিকার হাত ধরে,
কাটাবিতো এখন সময়,
দামি কোনো রেস্তোরায়;
কত ভিখারী আছে ফুটপাতে,
পড়েনা কি তোর চোখে ,
দেখছে তারা ফ্যালফেলিয়ে,
কখন কে? কি খেতে দেবে?
নেইতো সময় তা ভাববার,
তুই এখন মস্ত জমিনদার,
হতিস তুই ভগবান,
যদি করতিস স্বল্প অন্নদান
দু-মুঠো পারিস দিতে
দান করলে কি তোর জাত যাবে?
স্যুট পড়া বড়োলোকের ব্যাটা,
তুই আর কি? বুঝবি ক্ষিদের জ্বালা.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন