শরৎ মানেই
© মনিকান্ত সর
শরৎ মানেই কাশের বন, একটু হিমেল হাওয়া,
শরৎ মানেই শারদীয়া, মায়ের কাছে যাওয়া ।
শরৎ মানেই শারদীয়া, মায়ের কাছে যাওয়া ।
শরৎ মানেই শিউলি ফুল, বিছিয়ে গাছের তলা,
শরৎ মানেই স্নিগ্ধ শিশির, শ্রান্ত ভোরের বেলা।
শরৎ মানেই স্নিগ্ধ শিশির, শ্রান্ত ভোরের বেলা।
শরৎ মানেই মহালয়া, পুজোর ডাকে সাড়া,
শরৎ মানেই ঢাকে কাঠি, ব্যস্ত এখন পাড়া ।
শরৎ মানেই ঢাকে কাঠি, ব্যস্ত এখন পাড়া ।
শরৎ মানেই শুভ্র নীলাকাশ, মেঘেদের ভেসে চলা,
শরৎ মানেই অভিমানগুলো, একটু লুকিয়ে ফেলা।
শরৎ মানেই অভিমানগুলো, একটু লুকিয়ে ফেলা।
শরৎ মানেই খুশির রেশ, মা আসছেন বাড়ি,
শরৎ মানেই নিম্নচাপ, তবু বৃষ্টির সাথে আড়ি ।
শরৎ মানেই নিম্নচাপ, তবু বৃষ্টির সাথে আড়ি ।
শরৎ মানেই দেদার মজা, আপনেরা থাকে সাথেই,
শরৎ মানেই একটি বছর, শুধু কাটে অপেক্ষাতেই ।।
শরৎ মানেই একটি বছর, শুধু কাটে অপেক্ষাতেই ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন