#শব্দ
©জ্যোতির্ময় রায়
কয়েটা ডটোরিয়াম,ঠান্ডা যুদ্ধে E=mc2 ।
সাম্রাজ্য বিস্তার করতে করতে ক্রীতদাস,
অক্ষ পথ ধরে চলতে চলেত...হঠাৎ "বুম" ।।
একটা নির্জন বাসস্টপ ,একটা ভরা নদী ।
হিংস্র হায়নার জ্বিহে লালা ,তারপর আর্তনাদ
সবাই শোনে,পরের দিন নিউজের হেড লাইন
মোবাতি মিছিল ...সারিসারি জীবন্ত শব ,আবার শীত ঘুম ।।
চিমির ধোঁয়া আকাশ ছোঁয় ,বেতনহীন রক্ত জল ।
করোপসন, ঘুষের টাকায় পার্টি উইল গো অন ...।
"ভাতের কিংবা জাতের সিম্বলে বারুদ আর "বুম" ।।
একটা হৃদয় ,একটা বিশ্বাস থেকে শরীরে ঘাম ।
একটা গোলাপ ,কিছু চুমুর কবিতাও চশমায় ।
ফাটল ...দূরত্ব তারপর ।কথা জমতে জমতে পাহাড় ...
তারপর শুধুই জমাট বাধা নিস্তব্ধতা ..।
নাঃ শব্দ নেই এবার কোথায় আর ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন