~*** মুখ ঢেকেছে বিবেক ***~
© মনিকান্ত সর
মনুষ্যত্বের আড়ালে মুখ ঢেকেছে বিবেক,
মান আর হুঁশ -- আজ কেই বা কার পরিপূরক।
বিজ্ঞাপনের মোড়কে বিকৃতপ্রায় মানবিকতা,
দেওয়ালে পিঠ অথচ কানে শিকল ভাঙার গান ।
ভাঙা আরশীতে অভিমান জমে রোজ,
ট্র্যাফিকের ঘন জ্যামে, বয়ে যায় বিপন্ন জীবন,
আঙুলের ফাঁকে দিন আড়াল রাখি সূর্যকে,
ছায়া বড়ো হতে থাকে ক্রমশ, অস্তিত্বকে ঢেকে দিতে ।
ল্যাম্পপোস্টের আলোটাও নিভে-জ্বলে প্রতিদিন,
সন্ধ্যার আড়ালে জন্ম নেয় কত রক্তক্ষয়ী সংগ্রাম ।
কাঁচের দেওয়ালে রোজ লাগে, কান্নার জলছাপ,
অথচ শান্তির মিছিলে, মোমবাতি হাতে জমে ভীড় ।
রঙ্গমঞ্চে অল্প বিস্তর নাটক তো চলছেই,
বাতাস ছেয়ে গেছে পোড়া বারুদের গন্ধে,
ধ্বংসস্তুপের নীচে আজও জ্বলছে ছাইচাপা আগুন,
শুধু ইতিহাস কথা বলে, খোদিত পাথরের টানে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন