বলেছিলাম তোমায় বাঁচিয়ে রাখতে
কৃষ্ণাঙ্গিনী সেই মেয়েটিকে,
যার মধ্যে দেখি আমি বার বার
আমার আবছায়া এক প্রতিবিম্বকে ।।
কৃষ্ণাঙ্গিনী মেয়েটি নাকি ছিল
তোমার ভীষণ প্রিয়, আদরের,
"ম্যারাথন কিস" করবে বলেছিলে, কারণ,
ওর গোলাপি ঠোঁট ছিল ভীষণ আকর্ষণের ।।
আদরে আদরে লুঠে নেবে ওর সমস্ত
ভালোবাসার নির্যাস, ছিল আশ্বাস,
সেই আদরের প্রতিক্ষাতেই দিন গুনেছিলো সে,
মনে নিয়ে তোমার প্রতি পূর্ণ বিশ্বাস ।।
একটি একটি করে ছড়িয়ে দেবে তাতে
তোমার উনুন জ্বলা দেহ তাপ,
মরুক মেয়ে সেই তাপেতে দগ্ধ হয়ে,
মাথায় নিয়ে নিদারুন অভিশাপ ।।
লুঠে নেবে ওর সমস্ত সৌন্দর্যের স্নিগ্ধতা
তিল তিল করে জমিয়ে রাখা,
পর্বতশৃঙ্গ, চড়াই কিংবা উৎরাই, গভীর অরণ্য,
তোমার তৃপ্তিতেই তার যেন স্বপ্ন মেলে পাখা ।।
তার বক্ষের সফেন সমুদ্রে দারুন অশান্ত, বিশাল
এক নীল ঢেউয়ের জলোচ্ছাস,
সেখানে তোমার গোলাপি মখমল রচিত শয়ান
রাত্রিব্যাপী তোমার দীর্ঘ অধিবাস ।।
সব ঠিকই ছিল, কিন্তু হঠাৎই এক দারুন ঝঞ্ঝা
করলো আক্রমণ, ভুলে গেলে কৃষ্ণাঙ্গিনীকে,
তোমার অভিসারের জন্য আজও সে বসে আছে
অপেক্ষায় সাজিয়ে বরণডালা, সজল চোখে ।।
হয়তো কোনো শেষবসন্তের পড়ন্ত বিকেলে আসবে ফিরে,
হয়তো আবার চাইবে তাকে ভালোবাসতে, তার ঘ্রান নিতে
হয়তো তোমার সমস্ত স্বত্তায় তার সাথে "ম্যারাথন কিসের" স্বাদ,
কিন্তু হয়তো তখন অনেক দেরি, সেকি থাকবে আর দীর্ঘশ্বাসের পৃথিবীতে???
1 টি মন্তব্য:
Khub valo laglo kobita ta...
একটি মন্তব্য পোস্ট করুন