প্রত্যেক মানুষের নিজস্ব একটা ভাষা থাকে,আর সেই ভাষাতেই সে তার মনের ভাব প্রকাশ করে।আর সেই ভাষাকে আমরা মাতৃভাষা বলি।মায়ের কাছ থেকে প্রথমে শিখি এই ভাষা।আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা।আমরা নিঃসন্দেহে বলতে পারি আমাদের মাতৃভাষা পৃথিবীর সকল ভাষার সেরা ভাষা।আমরা অন্য ভাষাকে ও সম্মান করি।এই বাংলা ভাষা কে দাবানলে চাপানোর জন্য পাকিস্তানী সরকার বিভিন্ন ভাবে নানা সময় করেছে ষড়যন্ত্র। কিন্তু বাঙ্গালীরা হার মানেনি। বরং সারাবিশ্বে আজ ২১শে ফেব্রুয়ারি পালিত হয় আন্তজাতিক মাতৃভাষা দিবস।যারা আজকের দিনে ১৯৫২ সালে শহীদ হয়েছিলেন তাদের মধ্যে সালাম,বরকত,রফিক,জব্বার ও আরো নাম না জানা অনেকে।আমরা আজ নিকোটিনের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলী।আমরা গর্বিত আমরা বাঙ্গালী।প্রিয় নেতা শেখ মজিবর রহমান,সুবাস বসু,সুকুমার সহ অনেক নেতা বাঙ্গালীদের
কল্যাণের তরে নিজেদের জীবন কে করেছিলেন উৎসর্গ। আমরা কখনো এই ঋন শোধ করতে পারবো না।ভাষার মাসে ভাষা শহীদদের উৎসর্গে নিকোটিনের এবারের আয়োজন।
তাছাড়া যারা লেখা দিয়ে আমাদের পাশে রয়েছেন সে সব লেখক-লেখিকা এবং কবিদের প্রতি রইলো অজস্র অজস্র শুকরিয়া এবং অফুরন্ত ভালোবাসা।আপনাদের এই কষ্টের মূল্য নিকোটিন পরিবার কখনো শোধ করতে পারবেনা।তবুও বুক বেধেঁ আশা রাখি আপনাদের কে সব সময় আমাদের পাশে পাবো।
নিকোটিন পরিবারের পক্ষ থেকে
শেখ ইমদাদ উল্লাহ নিলয়
ধন্যবাদান্তে ,
নিকোটিন ও নিকোটিন পরিবার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন