বর্ণমালা
******
.
আজ শ্লোগান হবে মেশিনগানে
পথ কাঁপিয়ে মিছিল হ'বে
ডানা মেলে উড়ে যাবে ভাষার
কপোত।
আজ আঁধারে ডোবা আকাশে
সূর্যালোক পোহাবে রাত,
উত্তাল মিছিল রাজপথ পা'য়ে পা'য়ে
কার্জন হল!
শকুনের ঠোঁটে এলো রক্তের স্বাদ
খুনের ধারাপাত উচ্চারিত হলো
স্টেনগানে-
বৃষ্টি ফোঁটায় বর্ণমালা ভাসিয়ে দিল
রক্তের স্রোতে আমার শহীদ ভায়েরা
জলোচ্ছ্বাস এনে দিল জয়ের।
.
আজ ধ্বংস হ'বে শোষিতের
কালো পাহাড়-
যার আড়ালে চাঁদ, সবুজ দেশ,
বাঙালী জাতি।
অ আ ক খ হৃদ নিংড়ানো বর্ণমালায়
বাঙালী সাজাবে সবুজ বাগান,
রক্তাক্ত হৃদপিন্ডে লাল লাল ফু'লে।
.
আজ আঁকবে মানচিত্র সাহসী বাংলা -
এ আমার অবুঝ বুক; সবুজ বাংলা,
এ আমার রক্তের নদী ; রক্তিম বাংলা,
এ আমার বর্ণমালা; মায়ের ভাষা,
এ আমার স্বাধীন দেশ; সোনার বাংলা,
এ আমার শেষ নিঃশ্বাস; স্বাধীন বাংলা,
এ আমার বহমান কন্ঠ; হৃদয়ে বাংলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন