নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মৌসুমী ভৌমিক




একুশে ফেব্রুয়ারি
*****************



ফেব্রুয়ারির অমর একুশ
রক্তে ভেজা দিন
সহস্র প্রাণে উঠেছিল বেজে
মাতৃভাষার বীণ।
পলাশ শিমূলের রঙ মাখা
একুশের রাজপথ
লাল রক্ত মেখে কেঁদেছিল
বিষন্ন জনপদ।
চির স্মরণীয় সেই দিন
একুশে ফেব্রুয়ারি
স্বণাক্ষরে রয়েছে লেখা
'আমি কি ভুলিতে পারি'।
প্রাণের ভাষার মর্যাদা রক্ষায়
উঠেছিল প্রতিবাদ।
অকাতরে বিলিয়ে প্রাণ, বাঙালি করেছিল জয়নাদ।

কোন মন্তব্য নেই: