ভাষা শহীদের প্রতি
**************
ইচ্ছেগুলো যখন তখন
বলতে পারে কথা,
উর্দূ ঘায়ে মনের মাঝে
হয় না এখন ব্যথা।
শাসকগুলো মাইক হাতে
ছাড়ছে না আর ডাক,
বাংলা ভাষা মনের মাঝে
দিচ্ছে শুধু হাঁক।
বুড়ো -বুড়ি খোকা -খুকু
জানায় মনের আশা,
অ, আ,ক,খ সর্বখানে
বাঁধছে সুখের বাসা।
গলা ছেড়ে ইচ্ছেমতো
গাইতে পারি গান,
বাংলা মায়ের দামাল ছেলে
করলো জীবন দান।
হাজার সালাম জানায় তাদের
লড়লো যারা একা,
রাজপথেতে জীবন দিতে
পায় না ভীতির দেখা।
সেই তো আমার সবার প্রিয়
দেশের রফিক সালাম
তাদের তরে জীবন ভরে
পড়ি দোয়া কালাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন