নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

নিলুফার




*ফেব্রুয়ারি  মানে আনন্দ*
   *******************

ফেব্রুয়ারি মানে হৃদয়  মাঝে একরাশ  আনন্দ!
শীতের কুয়াশা ভেদ করে তেজি সূর্য,
গাছে গাছে নতুন পাতা, নতুন কুঁড়ি ,স্নিগ্ধ,
শোনা যায় কোকিলের কুহু কুহু, আগমনের ধ্বনি ঋতুরাজ
বসন্ত!
কত ফুল কৃষ্ণচূড়া, পলাশ ,শিমুল, টগর, দোলন চাঁপার সুগন্ধ!
আবার আসছে যে আগুন ঝরা মাস
ফাগুনের ঐতিহ্য!
আসছে আট  ফাল্গুন, বরেন্য!
এক দিকে প্রকৃতি নবতর সাজে সজ্জিত!
আর অন্য দিকে সেই
বুলেটের সেই শব্দ---
তারপর ভাই  হারিয়ে চারদিক নিস্তব্ধ,
সালাম রফিক, জাব্বার, বরকতের নিষ্প্রাণ দেহ!!
অনেক শোকে কাতর ,, যেন  স্তব্ধ!
জানাই সকলে তাদের শ্রদ্ধার্ঘ্য!
তবুও নিজের মাতৃভাষা বাংলাকে একান্ত করে পেয়ে কতনা আনন্দ!
আর
বারো ফাল্গুন---
মাদারীপুরের এক  গাঁয়ে
যে কন্যা শিশুর জন্ম,
মা বাবার অনেক প্রত্যাশিত, সীমাহীন আদরে লালিত
জন্মের পর  যে সে  মাতৃভাষা বাংলাকে পেলো,
তোমরা জানো,
সেও কত  বেশি গর্বিত?
বাংলায় কিছু লিখতে পেরে সে কতটা  আনন্দিত?
ফেব্রুয়ারিতে শুধু শোক  নয আর় --
ধরো, প্রিয় বাংলাকে বিশ্বের সম্মুখে মেলে ধরো-
শোক ভুলে  আনন্দে মাতৃভাষা শেখো, লেখো,
তাহলেই শহীদের আত্মা শান্তি পাবে ,জেনো,
ওরা তো এই ভাষার জন্যে প্রাণ দিয়েছিল!
লিখো, তোমাদের কাব্যে, গল্প, সাহিত্যে
বাংলার
গৌরবের ইতিহাস কথা লিখো।
মনের ভাব বাংলায় লিখে  ভাষাকে করি সমৃদ্ধ,
রবীন্দ্র, নজরুল, সুকান্ত, জীবনানন্দ, নির্মলেন্দু,
ফররুখ, আল মাহমুদ, ডঃশহীদুল্লাহ, হুমায়ূন, সব বিখ্যাত
কবি সাহিত্যিকের মতো!
বাংলাকে এগিয়ে নিয়ে  বিশ্বের  মানচিত্রে দেই  আসন অনন্য ,
সম্মানিত!
মা, মাতৃভূমি, মাতৃভাষার অনেক অমূল্য!
রেখো না এঁদের অবহেলিত!
বইমেলা দিয়েছে খুলে, যে দ্বার ছিল রুদ্ধ,
বাংলার চর্চার জন্য উন্মুক্ত!
এসো, বাংলা চর্চা করি, বাংলায় দেখি বিশ্ব!
চল, মায়ের ভাষায়  পড়ি, লিখি , বলি, শুনি, বাংলা শিখি শুদ্ধ!।
মায়ের ভাষার সাথে অন্য ভাষা করবো না মিশ্রিত,
করবো না বিকৃত,
মায়ের আঁচলের মতো মাতৃভাষা থাকুক অমলিন, পবিত্র!
চল, বাংলায়
প্রকাশ করি মনের কথা , প্রাণের  ইচ্ছে  যতো,
এ ভাষা একান্ত নিজস্ব!
এই ভাষা আমার !
এই ভাষা তোমার!
আমাদের সকলের!
দু'শো দশ মিলিয়ন মানুষের!
একমাত্র এই ভাষাই পাওয়ার জন্য
উনিশশো বায়ান্নের একুশে ফেব্রুয়ারি হয়েছিল যুদ্ধ!
পারেনি  মুছে দিতে বাংলাকে , তাড়িয়ে দিয়েছি শত্রু!!
এ ভাষা মুছে ফেলা সহজ নয়‌ অত!
অনেক দামি!
রক্ত দিয়ে কিনেছি!
সতের নভেম্বর ,উনিশশো নিরানব্বই---
সেই যে রফিকুল  ইসলাম
লিখলেন চিঠি ইউনেস্কো :
বাংলা পেল
'আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান'।
জীবন দিয়ে এ ভাষার মর্যাদা রাখবো!
বড্ড বেশি  প্রিয়!
অনেক সাধনা , অনেক ত্যাগে পেয়েছি!
ভালোবাসি বাংলা ,
ভালোবাসি।!

কোন মন্তব্য নেই: