ব্যর্থ আমি
*******
.
আমি তখন ঘোর আশোয়ার
যখন কিরীটী হবার লক্ষ্য সবার,
হারিনি আমি, শুধু হেরেছি তোমায়,
এ কি আমার বড় হারা নয় ?
কিরীট আমি লভেছিলাম তবে
তখন তোমার সাথে বিচ্ছেদ সবে,
সফল আমি বদ্ধ পাগল
অহংকারের কাসার ছিল অতল ৷
তোমায় পেল অভিমানের পীড়া
নিমেষে বদলে গেল তোমার ইরা ৷
নীরবে নিভৃতে চোখ মুছতে
অবহেলাতেও অভিমান খুঁজতে ৷
দিন গুনতে প্রত্যাবর্তনের
আমার মনে অহংকারের বেড় ৷
তারপর একদিন বেরোল তোমার জানাজা,
ক্রমাগত শুরু হল আমার সাজা ৷
বদ্ধ পাগলের হুশ ফিরল
একাকীত্ব এসে ঘিরল,
অনুভূত হল তোমার অনুভূতি,
শুরু হল মোর ব্যর্থ আহূতি ৷
বুঝলাম আমি চুকে যাচ্ছে সব
মন তবু হল জেরবার,
সূচনাতেই যদি বুঝতাম আমি
পালটে যেত আজ উপসংহার ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন