নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অসিতাভ দাস




বিকেলবেলার শ্রাবণ
*****************


মনকেমন শ্রাবণে,
রাত নামে আনমনে,
মাঠঘাট ভরে যায় জলে।
গোধূলির শেষ আলো,
মন কেন ভার হলো,
আজ খোকা নেই ফুটবলে।
ও বাড়ির ছোট খুকী,
খাতাভরা আঁকিবুকি,
কুমিরের ডাঙা জলে থৈ।
কেউ নেই খেলাসাথী,
নিশ্চুপ মাতামাতি,
মিছিমিছি খেলা-পড়া বই।
বস্তির ভোলা, বিশু,
কাকভেজা ছাড়া-শিশু,
জমা জলে পুঁটিমাছ ধরে।
ফুলি, চাঁপা একসাথে,
ভিজে ভিজে হাতেহাতে,
বাসনের স্তূপ সাফ করে।।

কোন মন্তব্য নেই: