বৃষ্টি
*****
বৃষ্টি তোমার সঙ্গে ঝরতে গিয়ে টিপটিপ শব্দ বেয়ে আমি জলনুপুর হয়েছি ।
শ্রাবণ শেষে ভাদরের দেশে নৌকো ভাসায় প্রজাপতি পাখা,
ডানা মেলে ওড়ে বৃষ্টির সুরে একাএকা ।
এলোকেশী চুল ভিজেছি ,
বৃষ্টি আমি জল থৈ থৈ সেজেছি ।
বৃষ্টি তোমার ছন্দ -
ফাঁকা মনে মেঘের উঁকি দ্বন্দ্ব ।
একপশলা ঝরেই আবার হাওয়ার সাথে হাসি ,
বৃষ্টি মেশা মনের নেশায় বৃষ্টি ভালোবাসি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন