বর্তমান সমাজ
**************
গর্ব করে বলি মোরা স্বাধীন ভারতবাসী,
মাতৃক্রোড়ে কন্যা মোদের হয়ে যায় বাসী।
রাজনীতির বেড়াজালে বদ্ধ মোরা,
খুনখুনি,মারামারি অশান্তিতে ঘেরা।
সবদেখে সববুঝে পথ চলি আজও,
প্রতিবাদের ভাষাটুকু মুখে নেই কারও।
ঘর ভাঙছে,মন ভাঙছে, ভাঙছে নদীর কূল
শিক্ষিত হয়েও মোরা করে যাচ্ছি ভুল।
স্বাধীন,স্বাধীন,স্বাধীন মোরা করি হইচই,
নিভৃতে একান্তে ভাবি স্বাধীনতা কই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন