নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

সুদীপ ঘোষাল





মেঘ 


মাটিমাখা মেঠো মেয়ে তুমি বৃষ্টি মাখো
মায়ের ঐশ্বরিক পরশের মত তোমার হৃদয়
বেলি ফুলের সুগন্ধে ছুটে আসা অবোধ বালিকা
পলকহীন নয়নে কাজ ভুলে যায়...



বৃষ্টি ফসল ফলিয়ে ভরে উঠুক
আরও প্রাণ আরও আলো
ভালোবাসা ছড়িয়ে  ছুটে চলে আঁধার পেরিয়ে...

কোন মন্তব্য নেই: