কথার মাঝে কথা মিশে শহর পুড়ছে নিকোটিনে ।
ভিড়ের মাঝে হারিয়ে গিয়েও তোমার শব্দ নেব চিনে ।।
নোটিশ বোর্ড
কৌশিক গাঙ্গুলি
ছদ্মবেশী
কেযে আসল
কেযে নকল ?
সব কিছুতেই ছদ্মবেশ
সবকিছুতেই আহা বেশ !
তারা ছিল , তারাই আছে
নানারূপে কাছে কাছে
নুন আনতে পান্তা ফুরায়
বিরিয়ানীর গল্প শোনা যায়
হাড়হাভাতে স্বাধীনতা চায়
মিথ্যাকে পাশে খুঁজে পায়
এতো দারুণ বেশ বেশ
ঠগেদের গায়ে উপকারীর
ছদ্মবেশ .... ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন