মেঘ বালিকা
আমি যখন ছোট....
পড়তাম,
একচালার ওই ঘরে
মেঘবালিকা হঠাৎ এসে
আমায় প্রশ্ন করে...
এই মেয়েটা,নাম কিরে তোর!!
আমি বললাম...বৃষ্টি..
হেসেই সে গড়িয়ে পড়ে..
বলে,লাগলো ভারী মিষ্টি।
অবাক হয়ে তাকিয়ে দেখি
নেই তো পাশে কেউ....
তবে কি আমার স্বপ্নে আজ
নীল আকাশের ঢেউ!!
সন্ধ্যাবেলা মা যখন
সন্ধ্যা প্রদীপ জ্বালে,
আকাশ পানে তাকিয়ে
এ-মন অন্য কথা বলে..
আকাশ থেকে ঝুপ করে
মেঘবালিকা আসে...
গালটি টিপে আদর করে
বললো,ভালোবেসে....
এই মেয়ে,তুই যাবি আমার সাথে!!
মেঘের সাথে ভেসে যাবি
রূপকথার ওই দেশে যাবি
নীল পরী, আর লালপরীর
দেখা ও পাবি শেষে....
এই মেয়ে তুই যাবি....!!
স্বপ্ন না সত্যি তা...
আজ ও মনে ভাবি...!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন