এসো কালবৈশাখী
ঐ ডাকছে গুরগুর,ভয়ে বুক দূরদূর কাঁপে,
নীলাকাশে জমছে কালোমেঘ,
আলো কাঁদে, আঁধারের দাপে।
কী ভয়ংকর, কী দুর্বার, কালো কালো
মেঘের মিছিল।পাগলী প্রকৃতির,
অসহ্য খেয়ালে,ভয়ে সবে...
ঘরে আঁটে খিল। ক্ষুব্ধ প্রকৃতিরাণী,
সেজেছে আজ, এ কোন রণে???
লেগে যাবে হানা্হানি,দাপাদাপি,
গাছেগাছে বনেবনে। আকাশ মাটিতে
নিবিড় মাখামাখি,বিজলীদীপ্ত
লিপ্ত চুম্বনে।ঝরে পড়ে প্রেমের সুধা,
অবিরত ধারাবরিষনে।এলোমেলো
কুন্তলরাশি,বড়ো বড়ো লাল লাল
আঁখি।এসো ঝনঝন প্রলয়নৃত্যে,
এসো ,এসো প্রিয় কালবৈশাখী।
ধুয়ে দাও,মুছে দাও,করো সাফ,
আছে যত জমা জঞ্জাল।....
যত পাপ,যত তাপ,করো হরণ,
হে মহাকাল।
ভেঙে দাও, দাও করে তছনছ,
অন্যায় অত্যাচারী যত গাছ....
ডালপালা, ফুলফল তার।করো
ধ্বংস গভীর জলের মাছ।
এসো টর্ণেডো,এসো টাইফূন,
পাপের প্রাসাদ দাও গুড়িয়ে,
এসো বজ্র,এসো বিদ্যুৎ, পাপাচারী
চিত্ত,দাও পুড়িয়ে।ধনীদের অবহেলা,
অহংকারে,ঢালো জল,আরো জল,।
বঞ্চিত বুকে তৃষিত মুখে,দাও জল,
ঝরঝর,শান্তির কলকল।নতুন প্রাতে,
নতুন সূর্যালোকে এই ধরণী করো,
উদ্ভাসিত।এসো এসো কালবৈশাখী,
নব মনেপ্রাণে, সবারে করো উল্লসিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন