চারপাশে ধূলো , বালি মাখা পৃথিবীতে ইশ্বরের মতন মাটিতে বসে আছে পাগলা নিতাই । দু চারটে অবশিষ্ট গাছে কাকেরা কর্কশ কন্ঠে গালি দিচ্ছে সব সফলতাকে । চায়ের দোকানে বাতেলাবাজেরা প্রচুর জ্ঞান বেলাচ্ছে বোকা ও পাঁকাদের উদ্দেশ্যে । মাখন মাখা সুন্দরীরা ব্যাপক সেজে গেস্টহাউসে সেক্স বিক্রি করছে কামুক দু নম্বরীদের । বেপরোয়া গাড়ি ছুটে যাচ্ছে বেখাপ্পা রাস্তা দিয়ে । দেশকে রক্ষা করেও মধ্যবিত্তের পেটে লাথি পড়ছে । ভবিষ্যত না ভেবে দেদার জল নষ্ট করছে ক্যালানে পাবলিক । হারিয়ে যাচ্ছে বিবেক বোধ আর মনুষ্যত্ব ।বলো হরিবোল ধ্বনিতে মুখরিত আকাশ বাতাস ।
নোটিশ বোর্ড
পাগলা নিতাই: কৌশিক গাঙ্গুলি
চারপাশে ধূলো , বালি মাখা পৃথিবীতে ইশ্বরের মতন মাটিতে বসে আছে পাগলা নিতাই । দু চারটে অবশিষ্ট গাছে কাকেরা কর্কশ কন্ঠে গালি দিচ্ছে সব সফলতাকে । চায়ের দোকানে বাতেলাবাজেরা প্রচুর জ্ঞান বেলাচ্ছে বোকা ও পাঁকাদের উদ্দেশ্যে । মাখন মাখা সুন্দরীরা ব্যাপক সেজে গেস্টহাউসে সেক্স বিক্রি করছে কামুক দু নম্বরীদের । বেপরোয়া গাড়ি ছুটে যাচ্ছে বেখাপ্পা রাস্তা দিয়ে । দেশকে রক্ষা করেও মধ্যবিত্তের পেটে লাথি পড়ছে । ভবিষ্যত না ভেবে দেদার জল নষ্ট করছে ক্যালানে পাবলিক । হারিয়ে যাচ্ছে বিবেক বোধ আর মনুষ্যত্ব ।বলো হরিবোল ধ্বনিতে মুখরিত আকাশ বাতাস ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন