বর্ষারাণী নিলো বিদায়,এলো শরৎকাল,,
বৃষ্টিজলে পূর্ণ এখন,নদী, পুকুর খাল।
সবুজ ঘাসের ডগায় ডগায় শিশিরকণা
হাসে। বাদল,বৃষ্টি, ঝড়,গরম,গুমোট ,বন্যা,
হয়তো নেবেই ছুটি। গুটিগুটি পায়ে আসে
ওই স্নিগ্ধ শীতলবুড়ি। পূজোর সুগন্ধ ভাসে,
আকাশেবাতাসে।মুক্তো ঝরে, মাটির পরে,,
শিশিরকণার বেশে,দুর্বাদলে,ঘাসেদের ঘরে।
দুর্বাদলের হীরের ছটায়,চোখ করে ঝলমল,
মরুর বালি হিংসে করে,আঁটছে কত ছল।
অসুরেরা চায়না ভালো,মন্দ শুধুই চায়।
অন্যকে দুঃখ দিয়ে ওরা নিজে মজা পায়।
কাশফুলেরা মিছিল করে নদীর দুটি পাড়ে,
সবুজ গাছের মধুর শোভায়,মন যায় ভরে।।
প্রকৃতি মা উঠছে সেজে,আগমনীর আশে।
ডাকছে মাকে,,দুর্গামাকে,,পূজোর গন্ধ ভাসে।
নতুন কাপড় কিনছে সবে,মনের আনন্দে।
শিউলিফুলের সুগন্ধে হৃদয় পূর্ণ ছন্দে।
**-**********
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন