পরিশ্রান্ত দিন শেষে যদি একলা লাগে-
আসবো তোমার ঘুমের দেশে।
মাঝ রাতে যদি মন খারাপ থাকে-
আসবো জোছনার বেশে।
আকাশ জুড়ে শূন্যতার ভরা রোদ্দুরে,
আসবো কায়াহীন ছায়া হয়ে।
নিশি রাতে সজনে পাতার অভিমান ভাঙিয়ে
তারার আলোর মতন দেবো তোমায় ছঁুয়ে।
সব আলো ফুরিয়ে গেলে
আমার দু’চোখের আলোটুকু নিও,
হঠাৎ তোমার ধারায় দিনেই যদি রাত নামে,
তবে সে অন্ধকার আমায় দিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন