সময়ের কাছে সময় এসে থামে,
কখনো সে শীর্ণতোয়া নদী,
কখনো পাহাড় ডিঙনো ঝরনার জল,
বাতাসের কাছে সময়, সময় রাখে যদি।
সময়ের বার্তা উড়ে গেছে পাখি হয়ে কত কাল,
মনে রাখেনি কোন অতীত, রাখেনি ভবিষ্য জাল
সময় সে যেন দূরন্ত এক কালবৈশাখী ঝড়,
ডানা মেলে চলে যায় মানবীর মতো, ভেঙেচুরে স্মৃতিরঘর।
কত অরন্য ঘুমিয়ে পড়েছে পাশ ফিরে,
কত নগর তুমুল বৃষ্টিতে ঝুম,
কত কথা ভাঙে পাহাড়ের কোলে, কিছু কথা
ভেঙে ভেঙে আসে নীরবতা, রাতের আঁধারে নিঝুম।
এমন নৈঃশব্দেও বাতাস কথা বলে,
মরমর ধ্বনি লিখে যায় পাষানের তলে,
কালপুরুষ মৃদু হাসে আয়নার কাছে,
অবিনাশী সময় হৃদয়েতে আছে, আছে সব রাখা আছে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন