বাবুগো তোমারা থাকো ঠান্ডা ঘরে
হিমেল হাওয়ার সুখে
উফঃ কি গরম পড়েছে বলে,দেখাও
বিরক্তির ভাব মুখে
মাঠে আমরা থাকি সূর্য তাপে
মুখ জ্বলে যায় শরীর কাঁপে
ঘামের স্রোতে স্নান করি রোজ
দিব্বি বাঁচি ধুঁকে ধুঁকে ।।
তবু কষ্ট মোদের হয়না বাবু
যাকনা শরীর জ্বলে
দুঃখ যত সুখ হয়ে যায়
সোনার ফসল ফলে
আমাদের এই ক্লান্ত হাতে,
ভাত তুলে দেই সবার পাতে;
খুশির অশ্রু হৃদয় ভেজায়
শক্তি জোগায় মনবলে
তপ্ত দুপুরে দগ্ধ শরীর
তাও আশাকে বাঁচাই বুকে।
বাবুগো তোমরা থাকো ঠান্ডা ঘরে
হিমেল হাওয়ার সুখে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন