নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

পিতা :উত্তম মণ্ডল





হুবহু তোমার মতোই খুঁজছি
কত স্বপ্নের সৌধ হয়েছে চূর্ণ,
কত বিশ্বাস চুরমার।

বিশ্বাস বুকে বেঁধে তবু মুহুর্ত গুনছি
সাতচল্লিশের পর অবিরত,
খুঁজছি তোমায় সমুদ্রে,খুঁজছি জেলে,চরকায়।

খুঁজে পেলেই তোমায় বলবো,
এই তোমার মাতৃভূমি, তোমার দেশ,
শিকড় ছিঁড়ে তুমি চলে যেতে পার না-
তোমাকে ফিরতেই হবে সত্যে,
ফিরতেই হবে অহিংসায়।


মরুভূমিতে,
পাশাপাশি দাঁড়িয়ে আছে-
মরিচিকা ও জাতির পিতা।


 

কোন মন্তব্য নেই: