ধরার সর্ব বেদনা সহিবারে পারি
অম্বর সম কুলিশ পরিলে পরুক।
তীব্র ঝড়ের তান্ডবে ভাঙে যদি বাড়ি
বৃষ্টির প্লাবন তবে মস্তকে ধরুক।
সুনামি আসিলে পাশে চিন্তা নাই তবু
চঞ্চল চিত্ত সেথায় রহিবে নিশ্চল।
মরুভূমির উত্তাপ আসিলেও কভু
চিন্তা ছাড়া স্বীয় প্রাণে রহিব সবল।
রহিয়াছে কিছু কিছু যন্ত্রণার দল
যেগুলো করিয়া থাকে মর্মাহত মোরে।
নিশিকালে অশ্রুধারা, তুল্য বহে নল
মূর্ছা হেতু বন্ধ চক্ষে নিদ্রা আসে জ্বরে।
গার্হস্থ্যের অভিপ্রায় যেই হেতু রহে
সেই হতে দুঃখ পেলে প্রাণে নাহি সহে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন