(১)
মৃত্যুর ঠোঁটে চুম্বন আঁকতেই
জ্বলে উঠল স্ফুলিঙ্গ
ছাঁইচাপা ইতিহাসে বস্তাপচা সেন্টিমেন্ট
বস্তুবাদের কাছে জমা রাখি বোধ
অনুভূতিহীন স্পর্শ কেবল
বাড়িয়ে তোলে যৌনচাহিদা
আধখাওয়া চাঁদের মতো অভুক্ত
সম্পর্কের দূরত্ব, বহমান সময়ে
তবুও সাবলীল হয়না লগ্নজিতা
প্রেমজ সংলাপ......
(২)
তোমাকে ধুমকেতু বলেই জানি
কতবছরের ব্যবধান যেন
নীলআকাশে পেঁজামেঘ দেখলে
বুঝি শরৎ এসেছে
আসলে তুমি এলেই
আনমনে বাজতে থাকে ঢাক
আমার শারদীয়া ঘটে
মহাপঞ্চমী থেকে মহাদশমী
আমি কেবল সময় চেয়েছিলাম
তুমি মাত্র ভরিয়েছ গন্ডূষ।।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন