বিসর্জন
********
পেরিয়ে যাবার পথ আটকে কুকুর গুলি--
মাংস নিয়ে লড়াই, ধুলোবালি, চিৎকার !
পাশ কেটে চলে যাই, নিজের দিগন্ত চেয়ে--
একতারা কেঁপে ওঠে অসুখ বাউল মেঘে--
গেরুয়া রঙের মন প্ল্যাটফর্ম চিরে ওঠে !
একটা পথের বাঁক, চেনা জানা সংসারে
যেখানে গালাজ মুখী শিশুর সুলভ মুখ
বাবা মায়ে এক হয়ে বিকেল নোংরা করে !
একদিন সব পথ কুকুরের লালা নিয়ে
একতারা, সংসারে ছাপ দিয়ে চলে যায়-
দুচোখ নিজে নিজে মুছে যাক, ক্ষতি নেই!
তৃতীয় নয়ন যদি মুছে যায় কোনোক্রমে,
তোমার আমার গায়ে বিসর্জন ঠিক নামে-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন