নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

কিশলয় গুপ্ত



সহজিয়া
*********



ভাঙনের কাছাকাছি দাঁড়িয়ে নদীর শীৎকার শুনি
রোজনামচার  ভুল বানানগুলো সংশোধন হেতু
আরও একবার ব্যাকরণে চোখ রাখি স্বেচ্ছায়
তখন হাজার ঢেউ পরিচয় বয়ে আনে ঠিকানায়
ছায়াহীন সংসার পেতে বসে আছি বিশ্বাসে তবু।
তারাখসার গল্পে রাত বেড়ে ওঠে মতবাদ প্রথায়
রোদ্দুর গলে গলে পড়ে গরীব,জীর্ন শীর্ন বুকে
অগোছালো ঘরে অনাদর পড়ে থাকে খাটে
নগ্ন গণিকার ছেড়ে যাওয়া ওড়নার মতো...
রুমাল ভেবে হাতে নিই- কপালের ঘাম মুছিয়ে
ভাঙনের কাছে শ্বাস বেঁধে রেখে একদিন-
সহজিয়া দিনের কাছে আহুতি দিও নিজেকে।
                       

কোন মন্তব্য নেই: