নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মৌসুমী রায়




জ্বলন
******

হাসনুহানার পুড়তে ভালো লাগে..
সূর্য ডোবার আগের আকাশ লাগে মিঠে
মুঠো মুঠো পলাশের রঙ তার কাছে,
যখন তখন আগুন হয়ে ওঠে।

নিষিদ্ধ ভালোবাসার স্বাদ...
তার কাছে পাখির নরম শরীরে
ঠোঁট ডুবিয়ে আদর,
আদর ভরা আঁচল হয়েছে বরবাদ।
বরবাদ যখন হয়েই গেছে..
নিজের ঘর সাজায় কারুকাজে
কারুকাজের ভুল সাজে,
আঁচল জ্বলে দাবানলে
হাসনুহানা পোড়ে সে অনলে
জ্বলনের নেশায় আবার একবার
তার আকাশের রঙ লাল পলাশ হয়ে যায়।


কোন মন্তব্য নেই: