হারানো বসন্ত
***********
এত ভালবেসেছি
এত ভালবেসেছি বসন্তকে
তবু যখন বসন্তকাল এল
ছুঁতে পারি নি শিমূল
খোঁপায় লাগাতে পারি নি পলাশ
কৃষ্ণচূড়া রাধাচূড়ার কাছেও বসতে পারি দুদণ্ড
শুনতে ইচ্ছে করেনি কোকিলের কুহুতান।
যখন ফাগুন এল
আবির মাখতে পারি নি ত্বকে জ্বালার ভয়ে
পারি নি দোল খেলতে -
নিত্যদিনের কর্মমাঝে নিজেকে জড়িয়ে রেখেছি
বসন্তকে চিনতেই পারি নি
কিংবা চিনতে চেষ্টাও করি নি।
অথচ বসন্ত আসবার আগে
কত প্রতীক্ষায় থেকেছি --
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন