নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অভিজিৎ পাল




তূর্য 
****


১.

বৈরী আবহাওয়া। দাপট জাগছে। প্রচলিত শব্দের অর্থ শুধু ঘুরে বেড়ায়। নষ্ট হয়ে যায় ভালো প্রশ্নের জবাব। অনেক তো দিন গেল। এভাবে আর কত! আর কি সত্যি কোনো প্রয়োজন আছে বেঁচে থাকার? এভাবে বর্তে থাকার? অনেকগুলি নেতিবাচক উত্তরের পর একটি ইতিবাচক উত্তর এলে ভালো লাগে। হাসি জাগে। এটুকুই তো জীবনের রসদ আমার। আমিও তো পাখির মতো মাঝে মাঝে ব্যাধের চোখ দুটো খুবলে নিতে চাই। যে সব ব্যাধ অনেক সম্ভাবনাময় মুক্ত পাখিকে বিনাছন্দে হত্যা করেছে...

২.

ভোরের বাদ্য বাজে। যুদ্ধের তূর্য। বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। এটিই পৃথিবীর আদিম সমরনীতি। আমার মতো তুমি এসব জানো। তোমার আমার মতো আরো অনেকেই জানে। শুধু যারা জানে না, তাদের হাতে এবার তূর্য তুলে দাও। ওরা বাজাক। শব্দে শব্দে উন্মাদ হয়ে যাক ক্ষুধার্ত সোনার চাঁদ। সবার উচ্চারণের প্রতিটি ধ্বনি যেন ঐ মিথ্যে মহাত্মা সেজে থাকা অ-মানুষটির বিরুদ্ধে স্লোগান তোলে...

কোন মন্তব্য নেই: