বর্ষ শেষে
******
দিবসের শেষ রাগ আসিল ভাসিয়া
পশ্চিমের ক্ষীণ আভা আলস্য উঠানে ,
নিমিত্বের পথে শেষ উদয়াস্ত ডাক
ভাস্কর্যে উজ্জ্বল প্রভা সূর্য আগমনে ।
পৃথিবী প্রবীণ হবে আগামী বিহ্বল
বৃদ্ধাশ্রমে শান্ত মুখ নীরব নিশ্চুপ !
কালের অন্তিম রথে নিরাধার শুন্য
সময়ের ডাকে আমি মুক্ত আগন্তুক ।
কর মোরে ক্ষমা তুমি বিগত সময়
চলিবার পথে থাক শুভেচ্ছা তোমার ,
নবীনের মুক্তাঙ্গনে নিশ্চিন্ত সমাজ
অবিশ্বাস লুপ্ত হোক বিশ্বাসে সবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন