নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মৌসুমী সুর রায়



              সময়      
             ******

সেই রাতে অস্থির আমি বারান্দায় পদচারণরত,সঙ্গী ছিল ঝরা পাতার ফিস ফিসানি,শিশিরের কান্না।চাঁদ গুমরে গুমরে অভিমান উগরে দিচ্ছিল,মেঘেরা এদিক সেদিক দলবাজিতে ব্যাস্ত।রাতের শরীরে সাড় নেই,সে বড় শান্ত।তখনই দেখলেম তাকে, স্বপ্নাবিষ্ট মোহগ্রস্ত এক ভবঘুরে...নিশুতি রাতে যেন কেউ দীপ জ্বেলে তার পথ চেয়ে বসে আছে,সে হাঁটছে দ্রুত যেন হাওয়ায় ভেসে ভেসে চলেছে,যেন সে বাস্তব নয় সে আমারই দেখা এক স্বপ্ন।

আমিও তার পিছু নিলাম,সে খেয়ালও করলে না।সে এক স্বপ্নের জাদুকর,কলির ঘুম ভাঙিয়ে তাকে আবেগ-মথিত চুম্বন করে ফুল ফুটিয়ে চলে,তার তুলির টানে হিল্লোলে মেতে ওঠে নদী।পাখিরা থতমত খেয়ে বন্দনা শুরু করে।

অনুভব করলাম আমি এই সে...যে আমাদের সকলকে পরিপক্ক ফলের মতো পরিণতি দেয় তারপর আমরা মরা পাখির পালকের মতো নিঃশব্দে ঝরে যাই।মাঠের পর মাঠ পেরিয়ে, বনবাদাড় পার করে সে তার ঝুলিতে বয়ে নিয়ে যায় আমাদের সুখ,দুঃখের হরেক হিসেব।আমরা তার পিছু পিছু চলতেই থাকি নিয়তির অমোঘ টানে।

                                 


কোন মন্তব্য নেই: