অন্তঃ পর
*******
আমার চোখে জেগে থাকা এখনও কিছু রোদ
ঠিক যেমন সহিংস দিন খুঁজে চলে বোধ
অল্পসল্প লুকোচুরি যদিও চলে মনে
ঝাঁপবন্ধ সকালে আগামী। অন্যকোনো নামে
আপাত দৃষ্টিতে গড়ে তুলি মাঠ
যেটুকু যা গাছ ছিল আজ সব কাঠ
অবসরের ইতিকথায় সদ্য বোনা কাঁথা
প্রত্যেকটা আদরে রক্ত। শৈশবের নকশা
খুঁজে মরি নিজের কাছে হারিয়ে যাওয়া রাস্তায়
নিজেকে পেয়েই ভুলে যাই গত দিনের অসময়
নিতান্ত সমীহরা আড় চোখে দেখে
কয়েকটা আনুগত্য সপ্রশ্ন| অবাধ্যতায় চেয়ে
চমকে উঠে দেখি হঠাৎ, পিঠে কার হাত
ভেবেছিলাম শহর! অভিপ্রেত রাত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন