~~***চাঁদ***~~
উদয়শঙ্কর (প্রথম 4লাইন )এবং সুস্মিতা কর্মকার
রাতের আকাশে তারাদের ভিড় ,
চাঁদ থাকে এককোণে
বুকের মাঝে সেই কষ্ট নিয়ে সে যে ,
বসে আছে আনমনে |
সময় ফুরিয়ে গেলে
তারা ও যে খসে পড়ে অন্ধকার এই আকাশের বলো চাঁদ হতে ক' জন পারে|
নিবু নিবু জ্বল জ্বলে মিট মিট তারার দলে ,
হেলেদুলে চারপাশেতে
অভিমানির রংবেশে ,
আনন্দ জ্যোৎস্নায় ভেসে পুলকিত উল্লাসে , সুরভিত রোশনায় দিগন্তে উচ্ছাসে |
মেতে উঠে আঁধারেতে আলোকের বৰ্ষতে ,
কটিধারা বেদনার আলোকের ক্ষণিকাতে ,
চাঁদ হেসে উদ্ভাসেতে বেদনার ওই ছাপসে , কলঙ্কের বৰ্ণিমাকে গরিমার উল্লাসে , ভুবন আলো মাখিয়ে আকাশে একপাশে |রাতের আঁধার ঘুঁচিয়ে বলো চাঁদ হতে কজন পারে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন