~~***দু দন্ড জিরিয়ে নিও***~~
আফজল আলি
ধার্মিক যার ডাকনাম তাকে নির্মোহ পড়াও তুমি।
কষ্টগুলো অনুভব করলে বুঝতে পারি
আমার হাত এখনো ডানদিকে আছে।
কাগজের ঠোঙায় পরিশ্রম নাকচ হওয়ার পর বুঝলাম কথাগুলোর সেভাবে কোনো অর্থ নাই
এদিকে তুমি ডাকছ - এগিয়ে যাও এগিয়ে যাও।
কল্পনায় দু চামচ চিনি ঢেলে চায়ের কাপ যেন অতীষ্ঠ হয়ে উঠছে।
ঈশ্বরের দিব্যি , এইমাত্র ফাল্গুন মাস সম্পর্কে আমার মোহভঙ্গ হল।
যখন কাল রাতে আলো অফ করে চাদর গুটিয়ে নিয়েছিলাম,
যেন মনের কোণে আর একটি মন বর্তমান ।
তোমরা তো জানো মানুষের নেশাগুলো ত্রিভুজ নির্মাণ করে , অতিক্রম করবে বলে।
জানি না জানি না , কোথায় হারিয়ে গেলে
আজ শরীর খারাপ , কাল দু দন্ড জিরিয়ে নিও মনখারাপের কোলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন