নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

আর দাঁড়াব না

    ~*** আর দাঁড়াব না ***~
            
      © মনিকান্ত সর


হঠাৎই পেরিয়ে গেলে, পাশ দিয়ে, চোখের নিমেষে,
কিছুটা ধূমকেতুর মতোই তোমার আবির্ভাব ।
পিঠে এলিয়ে পড়া খোলা চুল,
শারীর আঁচল জড়িয়ে ছিল -- তোমার সারাগায়।
মন্ডপে তখন উপচে পড়ছে মহানবমীর জনপ্লাবন,
আমার চোখ শুধুই তোমার খোঁজে।
একটু এদিক ওদিক উঁকি, না পেয়ে........
এ প্যান্ডেল থেকে সে প্যান্ডেল,
এই লাইন থেকে সেই লাইনে দাঁড়িয়েছি বারবার ।
কপালের ঘাম তখন চিবুক বেয়ে গলার কাছে ।
চোখে তবুও তৃষ্ণা.......
অগত্যা ক্লান্ত পথিক, নির্ঘুম রাত,
সাক্ষী বলতে চাঁদ তারাদের আসা যাওয়া, আর...
দশমীর সকালটুকু।
মায়ের বিদায় ক্ষণে বিষন্ন বদন,
অম্লান দৃষ্টিতে মেতেছে সবাই সিঁদুর খেলায়,
আমার উৎসুক চোখ, সেখানেও তোমায় খোঁজে.....
হয়তো শেষ বারের মতো,
যদি আসো আরও একবার,
নাহয় আরও একবার লাইন,
আরও কিছুটা প্রতীক্ষার প্রহর গোনা ।
এলে না...........
শেষমেশ এলে না, আরও একবার ধরা দিতে,
অভিসারী মন প্রশ্ন রেখে যায় শুধুই--
তাহলে কী আবার একটা বছর..?
তাহলে কী ভীড়ে ঠাসা আবার কয়েকটা লাইন..?
আবার যদি না পাই...?
নাহ্, আর বোধহয়........................... ।।

কোন মন্তব্য নেই: