আকন্ঠ গিলে ফেলছি নিমজ্জিত পতনের ঢেউ
ঢেউয়ে ওড়নার ফুরফুরে শরীর বিলিয়ে দেয়া
এসবের আড়াল-আবডালে পরাগহীন হয়ে ওঠা ও
অন্যের তাগিদেই মৌমাছি প্রতিপালনের পক্ষ জুড়ে
মোমবাতিটি পুড়ছে
বিবশ হয়ে আসা ঠোঁটের অনুপ্রবেশে দ্রাঘিমায় নিষিদ্ধ
ধূলো ঝড়
ক্রোধের রং লাল জানি, দুরুদুরু ভালোলাগার ভয় মিশ্রণে যে রঙের আবির্ভাব, সে রং সহনশীলতায় ডিপ- ফ্রিজে বরফ জমতে থাকলে
কাঁচ ঝাপসা হয়ে ওঠে
প্রতিনিয়ত চোখের ট্যানেলে স্ক্যান হতে থাকা অবস্থান পরিবর্তন আঁকা হলে
একটি নিপুণ রাত জাগে সমান্তরাল
অতঃপর, ধীরে ধীরে মালতীর নাইট ড্রেসে জোনাকি খুলছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন