আগমনী ধানক্ষেত ও একটি মেলোডি
বাথরুম সিদ্ধান্তটি অতঃপর
কলমে জমা থাক
ছায়াপথে ছাতা হাতে কয়েকটি মানুষ
ও
একটি চলমান ইনফিনিটি
মুখোশে মুখ ঢাকলে প্রতিদিন
কিছু ছুলন্ত আপ্তবাক্য
সচেতন প্রতি বাতাস-কাঁপা
শূন্যতায়
ছেনি-হাতুড়ির শর্তহীন সরলরেখা বরাবর
বিবস্ত্র কিছু ধুলো ও বালি
ঘুমন্ত ঝিলমিল রাগে
আশ্চর্য পালতোলা নৌকার মতো
প্রতিটি উত্থান ও পতনে
উভচর ধূসরতা ছুঁয়ে
আগমনী ধানক্ষেত ও একটি মেলোডি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন