নগ্নতাদের একত্র করলে তারা লজ্জায় পোশাক খোঁজে
প্রতিশ্রুতি নিয়ে ওরা নিজেদের ঢেকে নেয় অন্ধকারের আড়ালে।
রাতের নগ্নতা জুড়ে আড়াল খুলে খুলে খুঁজছি তাদের
নগ্ন শরীরে আয়না নির্বাক দাঁড়িয়ে নিজেকে আরও একবার যাচাই করে
মেঘের আড়াল ঠেলে সূর্যের নগ্নতা দেখার চোখ নেই তোমার চোখে
আসলে যা দেখ সবই রেটিনায় সাজিয়ে রেখেছে অন্য কেউ
অন্যের আবর্তে আবর্তিত হতে হতে খুঁজে চলেছো সভ্যতার নগ্ন পোশাক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন