খোলা আকাশের নীচে
রোদ বৃষ্টি ঝড়ের সাথে
সভ্য সমাজের আড়ালে
আমরা তাতেও ছিলাম মেতে।
সহনশীলতা হারিয়ে গেলেও
বাঁচার তাগিদে সহ্য করেছি কতো
কষ্টেরাও মাথা উঁচু করেছিল
ওদের সাথেও হয়েছি অভিযোজিত।
জীবন ছিল মুক্ত বিহঙ্গের ন্যায়
স্বাধীনতা ছিল অফুরান
সারা পৃথিবীটা ছিল ঘর
সেই খুশিতে ভরে ছিল মনপ্রাণ।
হঠাৎ ওরা এসেছিল সদলবলে
দেখিয়ছিল জীবন পাল্টানোর স্বপ্ন
বুঝিনি সে মিথ্যা আশ্বাস
ওরা নাকি দেবে অমূল্য মানিক রত্ন!
তারপর পোড়া ইঁটের মতো করে
ওরা মোদের সাজিয়েছিল উপর্যুপরি
ওদের আড়ম্বর জীবনের ভিত গড়েছিল
মোদের উপর অন্যায় বল প্রয়োগ করি।
ওরা কেড়েছিল মোদের স্বাধীনতা
ক্ষুন্ন করেছিল স্থান পরিবর্তনের ক্ষমতা
কেড়েছিল মোদের বাকশক্তি
বালি সিমেন্টের আবরণে।
কিন্তু ওরা কি জানে?
মোদের বিক্ষোভের লাভা পূঞ্জীভূত হচ্ছে
সচেতন দুটো ইঁটের মাঝখানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন