নিদ্রাহীন আঁখি,
নিশাচর পাখি...
মুখোমুখি একাকী।
রাত জাগা ভোর,
আলগা প্রেমের ডোর...
ভাঙছে বিশ্বাসের জোর।।
অবিশ্বাসের চোরা বালি,
গহীনমনে বাড়ছে খালি...
শূণ্য ক্রমে জীবনপদ্মের ডালি।
জীবন বড্ড আপেক্ষিক,
সংজ্ঞা গুলো নৈমিত্তিক...
কেবল উদাহরণ সহস্রাধিক।
বাঁচার মতো বাঁচতে হলে,
মনের ক্ষত ঢাকতে হলে...
জীবনতরী ভাসাতে হবে উজান গাঙে।।
~~~~~~~~~~~~~
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন