চেনা গন্ধের বীজে প্রকান্ড গাছের সংকেত খুঁজি এখোনো।
নীলচোখের দম্পতি যারা....
তাদের শাখাজুড়ে চেনা চেনা ফুলেদের আঁশ।
মাটির তলায় রোজ শিকড় ছড়ায়।
আর্দ্র শপথে তাই দৃশ্যেরা সারিদিয়ে আছে।
হলুদপাতা বিছানো পথ আর রোদেলাচাদর
খামখেয়ালী হাওয়ায় উষ্ণতার ভ্রম।
একমুখ আলোনিয়ে এখোনো সেখানেই
আলোচুরির দায় নিয়ে দাঁড়িয়েছো...
যে আলোতে পুড়বো না আমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন