নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

ফিরে আসি :রূপম অধিকারী


আমার হৃদয়ে ব্যাথা বহমান
শরীর পীড়িত তোমার আঘাতে
নিঃশ্বাস ফেলছি আজো
হয়তো কিছু প্রত্যাশায়

এখন আমার দু- হাত যা জড়াবে
তাকে ধরে রাখবো কোথায়
আমি আজও ঈশ্বর দেখিনি
খোঁজ করিনি কোনো উপরওয়ালার
তবু দেখেছি মানুষের ধর্মের নৃসংশতা
ভেবেছি কিভাবে পালাবো
তুমি যেখানে আছো লুকিয়ে
সেখানে গিয়েই লোকাবো

এখন আর শেষবার একবার বাঁচতে চাও
সবকিছু ভুলে সবাইকে বাদ দিয়ে
নিজের ভিতরের আমিকে খুঁজে নাও
বৃষ্টির জলে ভেজে শরীর মুছবো না
চোখ ঢাকবো কালো চশমায়
আজও ফেরিওয়ালা হেঁকে যায়
ফেলে দেওয়া কোনো জিনিষের আশায়
বালিশ জানে চোখের নোনতা
মনের খবর কেউ রাখে না

এটাই শেষবার, আর সুযোগ নেই
কিবোর্ডের বোতাম টেপার গরজ শেষ
তুমি ছিলে আমার মতন আনকড়া
গানের সুরে সাজানো মহড়া
নীল রংটা খুব প্রিয় জানতাম
সব উপহার নীলেই মিশতাম
তবুও রাখতে পারিনি আটকে
হারিয়ে যাওয়া বহু সময়
মুখ ফিরে তাকায়

সম্পর্ক বোঝার চেষ্টায়,ক্লান্ত শরীর ক্লান্ত মন
সিঁড়ি ভাঙার অঙ্কে আজো ভুল করি
হাতে রাখা সংখ্যা হাতেই রেখে দি
তোমাকে যদি বন্ধুই ভাবি,তবু আছে স্বার্থ
আকাশ বলে, আমি তোমার খারাপ থাকার কারণ
যে জানলায় দাঁড়াতে,তাতে আজও রোদ আসে
বৃষ্টির জল ঢোকে ঘরে. আমি দেখি
আমার মুখ থেকে ঝরে পরে কথা
শোনার জন্য কোনো পাখি এসে বসে

কবে থেকে ভাবি চলে যাবো
বহু দূরে শহর ছেড়ে
তত এগিয়ে আসো কাছে
কষ্ট বিঁধিয়ে দাও বুকে
যতবার কবিতার কাছে আসি
ততবার ভালোবাসা শুখে নি নাখে
দিক ভুল হয়ে যায় অচেনা লাগে
অক্ষত কথাগুলো টেনে নিয়ে চলে

ফাঁকা রাস্তায় হেঁটে চলার শুন্যতা
আমাকে ডেকে নিয়ে যায়
মাথার ওপর থাকা অপরাধবোধ
ভুল করে বাড়ি ফিরিয়ে আনে

কোন মন্তব্য নেই: